ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

পরিমাপে কারচুপির দায়ে পায়রা পেট্রোল পাম্পকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
পরিমাপে কারচুপির দায়ে পায়রা পেট্রোল পাম্পকে জরিমানা পায়রা পেট্রোল পাম্প

পটুয়াখালী: তেলে পরিমাপে কারচুপি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণার দায়ে পায়রা পেট্রোল পাম্পকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরের দিকে পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কে করমজাতলা এলাকায় ওই পাম্পে যৌথভাবে অভিযান পরিচালনা করে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে ওই অধিদপ্তর পটুয়াখালীর সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করেন।
 
জানা গেছে, তেলের পরিমাপে কারচুপি করে গ্রাহকদের সঙ্গে প্রতারণার করার অপরাধে পায়রা অয়েলস লিমিটেডের মালিক ও করমজাতলা এলাকার আলতাব খানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।  

দুপুরে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার ও বাংলাদেশ নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১৫৩০ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।