নাটোর: নাটোরের সিংড়ায় মানসিক প্রতিবন্ধী মেয়ের লাঠির আঘাতে মো. শামসুল আলম (৬০) নামে এক বৃদ্ধ বাবার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুপুরে উপজেলার শেরকোল গ্রামে এ ঘটনা ঘটে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর ই আলম সিদ্দিকী বাংলানিউজকে জানান, বৃদ্ধ শামসুল আলম কয়েক বছর আগে তার মানসিক প্রতিবন্ধী মেয়ে কোহিনুর খাতুনকে (২২) একই উপজেলার লালোর এলাকায় বিয়ে দিয়েছিলেন। এর আগে কোহিনুরকে পাবনা মানসিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সম্প্রতি তালাকপ্রাপ্ত হয়ে ওই মেয়েটি তার বাবার বাড়িতে বসবাস করছিল। দুপুরে পারিবারিক কলহের জেরে কোহিনুর তার বৃদ্ধ বাবাকে লাঠি দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতালে পাঠানো হয়। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এনটি