ঢাকা: অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) সাবেক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. নুর হোসেনের নামে চার্জশিট অনুমোদন করেছে দুনীতি দমন কমিশন (দুদক)।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, তদন্তকারী কর্মকর্তার দাখিল করা স্বাক্ষ্য ও রেকর্ড পর্যালোচনা করে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ৩২ ধারা এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর বিধি ১৫ এর উপ-বিধি (১) এ প্রদত্ত ক্ষমতাবলে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের সাবেক ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী নুর হোসেনের বিরুদ্ধে দণ্ডবিধি ২৬(২) ও ২৭(১) এর ২০০৪ সালের দুর্নীতি প্রতিরোধ আইনে এই চার্জশিট অনুমোদন করা হয়।
এই মামলায় তদন্তকারী কর্মকর্তা ছিলেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর সহকারী পরিচালক মো. ফখরুল ইসলাম।
বাংলাদেশ সময়: ১৬৪৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসএমএকে/এনএসআর