ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বিদেশিদের আপত্তি গ্রাহ্য করি না: পররাষ্ট্রমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৪ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
বিদেশিদের আপত্তি গ্রাহ্য করি না: পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা: পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বিদেশিরা আমাদের অনেক কিছু নিয়েই আপত্তি করে থাকে। তবে তাদের আপত্তি আমরা গ্রাহ্য করি না।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে আপত্তি তুলেছে, এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিদেশিরা আমাদের বিভিন্ন বিষয় নিয়ে আপত্তি করে। যেমন, পদ্মা সেতু হওয়ার আগেই বিশ্বব্যাংক বলেছিল—পয়সা চুরি হয়েছে। পরে দেখা যায়, কোনো পয়সা চুরি হয়নি। এভাবে অনেক কিছু নিয়েই তারা আপত্তি তোলে। তবে তাদের আপত্তি আমরা গ্রাহ্য করি না।

এক প্রশ্নের জবাবে ড. মোমেন বলেন, বাংলাদেশে বিভিন্ন স্থানে সংখ্যালঘুদের ওপর হামলায় আমাদের পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছে ভারত। এ বিষয়ে প্রতিনিয়ত ভারতের সঙ্গে আমাদের অনানুষ্ঠানিক আলোচনা চলছে।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আসন্ন বিশ্ব জলবায়ু সম্মেলনে আমরা ক্ষতিপূরণের বিষয়টি উত্থাপন করবো। ধনী দেশগুলো জলবায়ুর ক্ষতিপূরণ হিসেবে আমাদের ১০০ মিলিয়ন ডলার দিতে চেয়েছিল। তবে সে অর্থ আমরা পাইনি।

বাংলাদেশ সময়: ১৯১২ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
টিআর/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।