ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভালুকায় বাসের ধাক্কায় একজন নিহত 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
ভালুকায় বাসের ধাক্কায় একজন নিহত 

ময়মনসিংহ: ময়মনসিংহের ভালুকায় বাসের ধাক্কায় এক পথচারী নিহত হয়েছে। আহত হয়েছে আরও দুই জন।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে ভালুকা উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

ভরাডোবা হাইওয়ে পুলিশের ইনচার্জ মো: মশিউর রহমান এ তথ‍্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোশাক কারখানা ছুটির পর অনেক পথচারী মহাসড়কের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। এ সময় হঠাৎ একটি বাস পথচারীদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এতে আহত হয় আরও দুইজন।

তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা যায়নি।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।