ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

অস্ত্রসহ আটক ২ বনদস্যু ৩০ মামলার আসামি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২২ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
অস্ত্রসহ আটক ২ বনদস্যু ৩০ মামলার আসামি

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় দু’টি অস্ত্র ও গুলিসহ দুই বনদস্যুকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। র‌্যাব জানায়, আটক দু’জন ৩০টি মামলার পলাতক আসামি ও বনদস্যু বাহিনীর নেতা।

বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে র‌্যাব-৯ সিলেটের মিডিয়া কর্মকর্তা মেজর মাহফুজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আটক ব্যক্তিরা হলেন চুনারুঘাট উপজেলার মধ্য রানীগাঁও গ্রামের আলাউদ্দিন (৫৫) ও একই উপজেলার ইসলামপুর গ্রামের হোসেন আলী (৫৫)।

র‌্যাবের সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, আটক হোসেন আলীর বাবা মৃত নজির আলী ছিলেন একটি বনদস্যু বাহিনীর প্রধান। আলী হোসেন ও আলাউদ্দিন সেই বাহিনীর সদস্য। অবৈধ অস্ত্র, ডাকাতি ও বনদস্যুতা সংক্রান্ত ৩০টি মামলার আসামি তারা। বন বিভাগ ২০২৮ সালে তাদের বনদস্যু হিসেবে শনাক্ত করে। সে সময় থেকেই বাহিনীটিতে সদস্য সংখ্যা বাড়তে থাকে।

অবশেষে বৃহস্পতিবার ভোরে উপজেলার কালেঙ্গা বনের হুগলিছড়া-রশিদপুর সড়ক থেকে তাদের দু’জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি এলজি, একটি পাইপগান, দু’টি রাবার কার্তুজ, গাছের গোড়া ও গাছ কাটার সরঞ্জাম জব্দ করা হয়।

এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের দু’জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়। গাছ কাটার সরঞ্জামগুলো বন বিভাগের রেমা-কালেঙ্গা রেঞ্জ কর্মকর্তার কাছে ও আটক দু’জনকে চুনারুঘাট থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১০২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১ 
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।