সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় নিজেদের শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালে বেলকুচির কামাড়পাড়া ঘোষপাড়া এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন ওই এলাকার দ্বিজগোপাল ঘোষের ছেলে গৌরাঙ্গ ষোঘ (২৫) ও তার স্ত্রী তমা রানী ঘোষ (২০)।
স্থানীয়রা জানায়, গৌরাঙ্গ ষোষ মিস্টির দোকানে কাজ করতেন। প্রতিদিনের ন্যায় বৃহস্পতিবার মিস্টির দোকানে কাজ শেষে রাতে এসে নিজ ঘরে ঘুমাতে যান তিনি।
শুক্রবার সকালে পরিবারের লোকজন তাদের বারবার ডাকলেও কোনো সাড়া পাওয়া যায়নি। পরে দরজা ভেঙে দুজনের মরদেহ মেঝেতে পরে থাকতে দেখা যায়।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বাংলানিউজকে বলেন, খবর পেয়ে নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হচ্ছে।
তিনি আরও বলেন, গৌরাঙ্গ ঘোষের শরীরের বিভিন্ন স্থানে আচরের দাগ ও হাতের শিরা কাটা থাকলেও তমা ঘোষের শরীরে কোনো দাগ নেই। ধারণা করা হচ্ছে, স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর আত্মহত্যা করেছেন গৌরাঙ্গ। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।
বাংলাদেশ সময়: ১১৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
জেএইচটি