ঢাকা: পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, দেশের সব তরুণদের মাঝে উচ্চশিক্ষার দিকে ঝুঁকে পড়ার যেই প্রবণতা, তা দিন শেষে জীবিকা নির্বাহের কাজে আসছে না। সব কর্মক্ষেত্রে কাজের শোভন পরিবেশ নিশ্চিত করতে বিকল্প শিক্ষা নেওয়ার ওপর গুরুত্ব দিতে হবে।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) সানেম ও একশনএইড আয়োজিত ‘সেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর ইয়ুথ বাজেটিং’ শীর্ষক ওয়েবিনারে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনামন্ত্রী এসব কথা বলেন।
বিকল্প শিক্ষার দিকে গুরুত্ব আরোপ করে তিনি বলেন, সব কর্মক্ষেত্রে কাজের শোভন পরিবেশ নিশ্চিত করতে হবে। তাহলেই বাংলাদশের যুবসমাজের বিভিন্ন সমস্যাগুলো প্রশমিত হবে।
অনুষ্ঠানের শেষপর্যায়ে দেশের বিভিন্ন অঞ্চলের তরুণদের সঙ্গে কথোপকথনে অংশ নেন মন্ত্রী। এ সময়ে মন্ত্রী সরাসরি তরুণদের ভাবনা, আকাঙ্ক্ষা, আশঙ্কার বিষয়ে কথা বলেন।
পরিকল্পনামন্ত্রী ক্রমপরিবর্তনশীল এই বিশ্বে দ্রুত নিজেদের নতুন দক্ষতার সঙ্গে পরিচিত হওয়ার পরামর্শ দেন তরুণদের। তিনি দেশের যুবসমাজকে নিয়ে তীব্র আশাবাদ ব্যক্ত করেন। যেকোনো প্রয়োজনে তারুণ্যের পাশে থাকবেন বলেও প্রতিশ্রুতি দেন।
সানেমের গবেষক ইশরাত শারমীন ‘সেক্টরাল অ্যাকশন প্ল্যান ফর ইয়ুথ বাজেটিং’ শীর্ষক গবেষণাপত্রে শিক্ষা, কর্মসংস্থান, আয়, স্বাস্থ্যসেবা, দারিদ্র্য ও পারিবারিক সহিংসতা-এই ছয়টি সূচকের আওতায় তরুণ প্রজন্মের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ ও চ্যালেঞ্জ মোকাবিলার উপায়গুলো আলোচনা করেন।
দেশের তরুণ জনগোষ্ঠীর সমস্যা লাঘবে প্রস্তাবনাগুলো ফলপ্রসূ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। এই গবেষণায় জীবিকা এবং স্বাস্থ্যখাতকে তরুণদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে উল্লেখ করা হয়।
একশনএইড বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সভাপতিত্বে সূচনা বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এবং সানেমের নির্বাহী পরিচালক ড. সেলিম রায়হান।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মো. বোরহানুল হক, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপ-সচিব ইয়াসমিন আখতার, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপ-সচিব ড. জহিরুল ইসলাম, একশনএইড বাংলাদেশের ম্যানেজার (ইয়াং পিপল) নাজমুল আহসান এবং ব্র্যাক স্কিল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অপারেশনস ম্যানেজার, দেবাংশু কুমার ঘোষ।
বাংলাদেশ সময়: ১২০৬ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০২১
এসই/জেএইচটি