মানিকগঞ্জ: পাটুরিয়ায় ফেরি ডুবির ঘটনায় তৃতীয় দিনের মত চলছে উদ্ধার অভিযান তবে এখন পর্যন্ত নতুন করে আর কোনো যানবাহন উদ্ধার করতে পারেনি উদ্ধারকারীরা।
শুক্রবার (২৯ অক্টোবর) সকালের দিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান কমোডর গোলাম সাদিক।
আনুষ্ঠানিক ভাবে সাংবাদিকদের জানান, উদ্ধার কাজে অংশ নেওয়ার জন্য উদ্ধারকারী জাহাজ প্রত্যয়ের পরিবর্তে শিমুলিয়া থেকে রুস্তম নামের আরেকটি জাহাজ আসবে। ফেরিতে থাকা ৪টি যানবাহন উদ্ধারের পরই ফেরি তোলার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে বলেও মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন >>
ফেরি ডুবি: তৃতীয় দিনের উদ্ধার অভিযান শুরু
ফেরি উদ্ধারে প্রত্যয়ের দেখা নেই, সক্ষম নয় হামজা
আবারও ফেরি উদ্ধার কাজ শুরু
ফেরি উদ্ধারে কাজ করছে হামজা
পাটুরিয়ায় যানবাহনসহ ডুবে গেল আমানত শাহ
পাটুরিয়ায় ফেরিটি ডুবে যায়নি, হেলে পড়েছে: মন্ত্রণালয়
বাংলাদেশ সময়: ১২৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
কেএআর