ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

খেজুরে লুকিয়ে মাদক পাচার, আটক ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
খেজুরে লুকিয়ে মাদক পাচার, আটক ১ ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় খেজুরের মধ্যে লুকিয়ে মাদক পাচারের সময় মো. জিহাদ (২৩) নামে এক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) সকালে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে, বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে তাকে আটক করা হয়।

জিহাদ চুয়াডাঙ্গা জেলার হাজরাহাটি মণ্ডলপাড়া গ্রামের মো. ইকবাল মণ্ডলের ছেলে।

ওসি মহসীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে চুয়াডাঙ্গা পৌরসভার রেলস্টেশন রোড থেকে জিহাদকে গ্রেফতার করা হয়। এ সময় তার সঙ্গে থাকা ট্রাভেল ব্যাগ তল্লাশি করে ৪৮০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব মাদক ব্যাগে রাখা খেজুরের প্যাকেটের মধ্যে বিশেষ কৌশলে রাখা হয়েছিল।

তিনি বলেন, জিহাদ মূলত টাইলসের মিস্ত্রী। সুযোগ বুঝে মাদক বিক্রিও করে। কামরুল নামে এক মাদক ব্যবসায়ীর গ্রুপের হয়ে সে কাজ করে। তার বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪২১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।