ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

‘রিয়াল পাচার করতেই দুবাই যেত তারা’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
‘রিয়াল পাচার করতেই দুবাই যেত তারা’ ছবি: বাংলানিউজ

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি রিয়ালসহ দুই যাত্রীকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

শুক্রবার (২৯ অক্টোবর) ভোর ৫টা ৪০মিনিটে বিমানবন্দরের হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে তাদের আটক করা হয়।

আটক যাত্রীরা হলেন- ব্রাহ্মণবাড়িয়ার জুয়েল (৩৬) এবং কুমিল্লার গোলাম রব্বানী (৪৬)।

শুক্রবার দুপুর ১২ টার দিকে বিমানবন্দর আমর্ড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান, এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি বলেন, আটকরা বাহরাইন যাওয়ার চেষ্টা করছিলেন। সেখান থেকে তারা দুবাই যেতেন। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এয়ারপোর্ট আর্মড পুলিশ তাদের হোল্ডিং লাউঞ্জের ভেতর থেকে আটক করে। এ সময় তাদের লাগেজ থেকে ছয় লাখ সৌদি রিয়াল উদ্ধার করা হয়। যা বাংলাদেশি হিসেবে প্রায় এক কোটি ৪০ লাখ টাকা।

জিয়াউল হক বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে দুবাইয়ে এসব রিয়াল পাচারের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন তারা। এ দু’জন নিয়মিত ভ্রমণ করেন। রিয়াল পাচার করতেই প্রতি সপ্তাহে দুবাই যাতায়াত করতেন তারা। সোনা চোরাচালানের উদ্দেশ্যে এসব রিয়েল ব্যবহার করা হতে পারে।

বাংলাদেশ সময়: ১৪৫১ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।