ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গায় ভ্যানচালক পারভেজ (৩০) হত্যার ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। জেলাসহ জেলার বাইরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
শুক্রবার (২৯ অক্টোবর) দুপুরে ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ছেলেধরচর গ্রামের শেখ সামচু'র ছেলে ফজলুল হক (৪০), একই উপজেলার কাপুড়িয়া সদরদী গ্রামের রতন শেখের ছেলে মো. আব্দুল শেখ (৪৫) ও মাদারীপুরের শিবচর উপজেলার শরীফ কান্দী গ্রামের সালাম মাতুব্বরের ছেলে হৃদয় মাতুব্বর (২৩) এবং একই উপজেলার উতরাইল গ্রামের নুরু মুন্সীর ছেলে আজিজুল মুন্সী (২৫)।
পুলিশ জানায়, ভ্যানচালক পারভেজের কাছে থেকে ভ্যান বিক্রির ১০ হাজার টাকা নেওয়ার সময় শ্বাসরোধ কর তাকে হত্যা করে।
ভাঙ্গা থানার উপ-পরিদর্শক (এসআই) আজাদ হোসেন বাংলানিউজকে বলেন, গ্রেফতারদের দুপুরে ফরিদপুরের কোর্ট পাঠানো হয়েছে।
প্রসঙ্গ, গত ১৪ অক্টোবর ফরিদপুরের ভাঙ্গার গজারিয়া চরের একটি ধান ক্ষেত থেকে পারভেজ নামের এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে মাঠে নামে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনটি