নরসিংদী: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হওয়ার ঘটনায় সাব মিয়া (৫৩) নামে একজনকে আটক করেছে পুলিশ। এসময় দুটি পাইপগান ও তিন রাউন্ড রাবার বুলেট উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৮ অক্টোবর) রাতে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সাব মিয়া উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের মৃত বুরজ মিয়ার ছেলে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনায় দেশীয় অস্ত্র ও রাবার বুলেটসহ সাব মিয়া নামে একজনকে আটক করা হয়েছে। তাকে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় এলাকায় পর্যাপ্ত পুলিশ মোতায়ন রয়েছে। তবে সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় এখনও কোনো মামলা দায়ের করা হয়নি। মামলা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এর আগে বৃহস্পতিবার ভোরে রায়পুরা উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে আধিপত্য বিস্তার ও ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে দুইজন নিহত হয়। এসময় আহত হয়েছে কমপক্ষে ৩০ জন।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরএ