ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় নিখোঁজ হওয়ার ছয়দিন পেরিয়ে গেলেও খোঁজ মিলছে না মাদরাসাছাত্রী সুরাইয়া কানিজ মিমের (১১)।
মিম উপজেলার ঘারুয়া ইউনিয়নের সদরদী মেহেরুন নেসা মহিলা মাদরাসার হেফজ বিভাগের শিক্ষার্থী।
নিখোঁজ শিক্ষার্থীর বাবা দুদু মিয়া বলেন, আমার মেয়েটাকে পড়াশোনার জন্য একটু রাগ করেছিলাম। পরে মেয়েটা পরিবারের সঙ্গে অভিমান করে গত শনিবার (২৩ অক্টোবর) বাড়ি থেকে বের হয়। এরপর মেয়াটা আর বাড়িতে ফিরে আসেনি।
তিনি আরও বলেন, আত্মীয়-স্বজন থেকে শুরু করে পরিচিতজনদের কাছে খবর নিয়েছি। কিন্তু কেউ সন্ধান দিতে পারেনি।
ফরিদপুরের ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) বিকাশ মণ্ডল বাংলানিউজকে জানান, এ ব্যাপারে নিখোঁজ শিক্ষার্থীর বাবা গত সোমবার (২৫ অক্টোবর) ভাঙ্গা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। নিখোঁজ ছাত্রীকে উদ্ধারে পুলিশ তৎপর রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এসআরএস