সিলেট: সিলেট-তামাবিল আঞ্চলিক সড়কে প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।
শুক্রবার(২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টায় জৈন্তপুর উপজেলার হরিপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত জালাল উদ্দিনের ছেলে হোসেন আহমদ (৩৫), একই উপজেলার হাজিপুর গ্রামের আকবর আলীর ছেলে শেখ মোহাম্মদ সেলিম (৫০)।
স্থানীয়রা জানান, ঘটনার সময় জাফলং থেকে ছেড়ে আসা সিলেটগামী প্রাইভেটকার (ঢাকা মেট্রো-ল-২৯৫৪৩৩) এবং সিলেট থেকে সবজি নিয়ে স্থানীয় দরবস্ত বাজারের উদ্দেশে ছেড়ে আসা সিএনজি অটোরিকশা হরিপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশার চালক হোসেন আহমদ ও সবজি ব্যবসায়ী সেলিম ঘটনাস্থলেই মারা যান।
সিলেটের তামাবিল হাইওয়ে পুলিশের পরিদর্শক মাহবুবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, দুর্ঘটনায় নিহতরা সিএনজি অটোরিকশার চালক ও যাত্রী। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতদের মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে ঘটনার পর প্রাইভেটকার চালক পালিয়ে গেলেও গাড়িটি আটক করা হয়েছে।
সিলেটের জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম দস্তগীর আহমদ বাংলানিউজকে বলেন, ঘটনার পর পর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলেও মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনইউ/এমআরএ