ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কারাতে ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে নুমে ও সিংখ্যাউ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
কারাতে ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে নুমে ও সিংখ্যাউ নুমে ও সিংখ্যাউ

বান্দরবান: কারাতে ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নিচ্ছে বান্দরবানের নুমে মারমা ও সিংখ্যাউ।

সূত্র জানায়, আগামী ১৬ থেকে ২১ নভেম্বর পর্যন্ত আরব আমিরাতে কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হতে যাচ্ছে।

প্রতিযোগিতায় অংশ নিতে ১ নভেম্বর আরব আমিরাতের উদ্দেশে বান্দরবান ত্যাগ করবেন বাংলাদেশ থেকে অংশ নেওয়া বান্দরবানের এই দুই প্রতিভাবান প্রতিযোগী।
 
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা জানান, আরব আমিরাতে আগামী ১৬ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কারাতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ওই প্রতিযোগিতায় কারাতে ও জুজুৎসু উভয় ইভেন্টে অংশ নেবেন বান্দরবানের কৃতি সন্তান নুমে মারমা এবং সিংখ্যাউ। কোচ হিসেবে তাদের সঙ্গে যাচ্ছেন বান্দরবানের সিং মং।  
    
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লা বাংলানিউজকে জানান, এ প্রতিযোগিতায় অংশ নিয়ে সফল হলে নিজেরা যেমন বিশ্ব দরবারে পরিচিতি পাবেন তেমনি বাংলাদেশেরও মুখ উজ্জ্বল হবে। আর এতে বান্দরবানবাসীও হবে গৌরবান্বিত।  

এ বিষয়ে তিনি বাংলানিউজকে আরও বলেন, কারাতে ওয়ার্ল্ড সিনিয়র চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়ার ব্যাপারে এ দুই ক্রীড়াবিদকে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ থেকে সহযোগিতা করা হয়েছে।  

জানা যায়, নুমে মারমা বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার তারাছা ইউনিয়নের বাসিন্দা। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইতোপূর্বে তার অনেক সাফল্য রয়েছে। সিংখ্যাউ এর বাড়ি বান্দরবানের লামা উপজেলায়।

বাংলাদেশ সময়: ১৭২৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।