মাগুরা: মাগুরা সদর উপজেলার ঝিনাইদহ সড়কের সাইত্রিশ এলাকায় যাত্রীবাহী বাস ও সবজি বোঝাই মিনি ট্রাকের মুখমুখি সংঘর্ষে আবুল কাশেম মোল্যা ( ৪৫) ও বিমল কুমার দাস (৫০) নামে দুই বাস যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৮ জন।
শুক্রবার (২৯ অক্টোবর) বিকেলে উপজেলার সাইত্রিশ এলাকায় এ দুর্ঘটনরা ঘটে। নিহত আবুল কাশে মোল্ল্যা হাজরাপুর গ্রামের আকবর মোল্ল্যার ছেলে ও বিমল কুমার দাস নড়াইল জেলার মাঝিপাড়া গ্রামের বাসিন্দা।
মাগুরা সদর থানার বারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম বলেন, মাগুরা থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী একটি বাস সাইত্রিশ এলাকায় পৌঁছালে ঝিনাইদহ থেকে ছেড়ে আসা ফুলকপি বোঝাই একটি মিনি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়ে উল্টে যায়।
স্থানীয়রা আহত বাস যাত্রীদের উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক অমর প্রসাদ দুইজনকে মৃত ঘোষণা করেন। মরদেহগুলো মাগুরা সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
এ সড়ক দুঘটনায় মাগুরা সদর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।
মাগুরা কমল বাহিনীর স্টেশন অফিসার সোহাগুজ্জামান বলেন, মিনি ট্রাক ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও ১৮ জন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে মাগুরা সদর হাসাপতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার পর ওই সড়কের দুই পাশে যানজট সৃষ্টি হয়। বাসটিকে রাস্তার ওপর থেকে সরানো হলে যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়। সবজি বোঝাই ট্রাকটি রাস্তা থেকে সরানোর কাজ চলছে।
বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
আরএ