ঢাকা: দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত অনেক বাংলাদেশি নাগরিক ভয়েস ফিশিংয়ে জড়িয়ে পড়ছেন। ভয়েস ফিশিংয়ে জড়িত থাকার অভিযোগে অনেক বাংলাদেশির বিরুদ্ধে মামলাও দায়ের করেছে দেশটির পুলিশ বিভাগ।
দক্ষিণ কোরিয়ায় ভয়েস ফিশিং বেড়েছে। ভয়েস ফিশিং অপরাধে জড়িয়ে পড়ছেন অনেক বাংলাদেশি। আবার সেখানের প্রবাসী বাংলাদেশিরাও ভয়েস ফিশিংয়ের শিকার হচ্ছেন।
সিউলের বাংলাদেশ দূতাবাস সম্প্রতি ভয়েস ফিশিং নিয়ে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে। কোনো বাংলাদেশি নাগরিক যেন ভয়েস ফিশিংয়ে জড়িত না হন সে বিষয়ে আহ্বান জানানো হয়েছে।
সূত্র জানায়, দক্ষিণ কোরিয়ায় কেউ ভয়েস ফিশিংয়ে জড়িত হলে দেশটির আইন অনুযায়ী ১ থেকে ১৩ বছর পর্যন্ত জেল হতে পারে।
ভয়েস ফিশিংয়ের মাধ্যমে ফোন করে গ্রাহকের ডেবিট-ক্রেডিট কার্ড নম্বর, পাসওয়ার্ড হাতিয়ে নেয় অপরাধী চক্র।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
টিআর/আরবি