বান্দরবান: মাদকমুক্ত সমাজ গড়তে বান্দরবান শহরের ঈদগাঁ মাঠে অনুষ্ঠিত হয়েছে সাইকেল স্টান্ট শো।
শুক্রবার (২৯ অক্টোবর) ঢাকা রাউন্ড টেবিলের উদ্যোগে এই স্টান্ট শো’র আয়োজন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে যুব সমাজকে আরও এগিয়ে আসতে হবে। পড়ালেখার পাশাপাশি খেলাধুলায় মনযোগী হতে হবে। যুব সমাজ মাদকের করাল গ্রাস থেকে নিজেকে মুক্ত রেখে দেশ ও জাতির কল্যাণে কাজ করবে, এমনটাই প্রত্যাশা সবার।
এ সময় উপস্থিত ছিলেন দুরন্ত বাইসাইকেল আরএফএলের ব্র্যান্ড ম্যানেজার কে এম অভিক জামিল, ঢাকা রাউন্ড টেবিলের মাদক বিরোধী সাইকেল র্যালির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি, চেয়ারম্যান সিফাত উদ্দিন বেগ, ভাইস চেয়ারম্যান রায়হান আজহার, সদস্য মাহমুদ আল ওয়াহিদ ইসাদ ও ফাহাদ ইসলাম চৌধুরী, এপেক্সসিয়ান মো. নুরুল আমীন চৌধুরী আরমান, মো.কামাল পাশা, নিনি প্রু প্রমুখ।
এদিন সিআরএ স্টান্ট রাইডার্স বাংলাদেশ ও বান্দরবান বিভাগের সদস্যরা সাইকেল নিয়ে স্টান্ট শো প্রদর্শন করেন। আয়োজনে সার্বিক সহযোগিতা করে দুরন্ত বাইসাইকেল। এতে আরও অংশ নেয় এপেক্স ক্লাব অব বান্দরবান, এপেক্স ক্লাব অব সাংগু, এপেক্স ক্লাব অব নীলাচল, জাহিদ হোসেন ব্লগ ও গন্তব্য কুরিয়ার। স্বাস্থ্যবিধি মেনে অনুষ্ঠানটি পরিচালনা করেন মাদক বিরোধী সাইকেল র্যালির প্রধান সমন্বয়ক এজাজ মাহমুদ রনি।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২১
এনএসআর