ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
কনস্টেবল নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ২

ঢাকা: ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগ পরীক্ষার প্রথম দিনে আবেদনে জালিয়াতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে নেত্রকোনা জেলা পুলিশ।

শুক্রবার (২৯ অক্টোবর) জেলা পুলিশ লাইনস মাঠ ও পূর্বধলা উপজেলা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- জুবায়েদ ইসলাম রাতুল (১৯) ও চঞ্চল মিয়া (১৮)।

পুলিশ সদরদপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) মো. কামরুজ্জামান জানান, নিয়োগ প্রক্রিয়ার অংশ হিসেবে প্রাথমিকভাবে কাগজপত্র যাচাইকালে রাতুলের ফিজিক্যাল এনডিউরেন্স টেস্টের (পিইটি) প্রবেশপত্রে গরমিল পায় পুলিশ। প্রবেশপত্র তার নাম, বাবার নাম, জন্মতারিখ, এসএসসির ফল, উচ্চতা ও ওজনের সঙ্গে পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো তথ্যের অমিল পাওয়া যায়।
পরে রাতুলের মোবাইলের মেসেজ যাচাইকালে দেখা যায়, ভিন্ন একটি মোবাইল নম্বর থেকে তার পরীক্ষাসংক্রান্ত মেসেজ এসেছে৷ যে নাম্বারটি চঞ্চল নামের এক ব্যক্তি ব্যবহার করেন।

জিজ্ঞাসাবাদের একপর্যায়ে রাতুল জানান, তিনি পূর্বধলা স্টেশন রোডের চঞ্চলের দোকান থেকে আবেদন করেছেন৷ পরে তাকে ও চঞ্চলকে আটক করা হয়৷

ভুয়া আবেদনকারী রাতুলের প্রবেশপত্র ও ব্যবহৃত মোবাইল ফোন ও ভুয়া পিইটি প্রবেশপত্র প্রস্তুতকারী চঞ্চলের কম্পিউটার ও মোবাইল জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও জানান এআইজি কামরুজ্জামান।

বাংলাদেশ সময়: ০১৪৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
পিএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।