ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কা, নিহত ২ দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান।

কুমিল্লা: কুমিল্লার চান্দিনায় দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে মাইক্রোবাসের ধাক্কায় চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

শনিবার (৩০ অক্টোবর) সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা কাঠেরপুল এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- মাইক্রোবাসের চালক কুমিল্লার লাকসাম উপজেলার তৌহিদুল ইসলাম (২৪) ও যাত্রী একই উপজেলার মনোহরগঞ্জ উপজেলার মো. ইব্রাহীম (২২)।  

বিষয়টি নিশ্চিত করেছেন ময়নামতি হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসাাই) আব্দুর রহমান।

তিনি বলেন, চান্দিনার কাঠেরপুল এলাকায় ঢাকা থেকে চট্টগ্রামমুখী হয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে ছিল একটি কাভার্ডভ্যান। দ্রুতগতির একটি মাইক্রোবাস একে সেটির পেছনে ধাক্কা দেয়। এতে মাইক্রোবাসের চালক তৌহিদুল ইসলাম ঘটনাস্থলে মারা যান। যাত্রী ইব্রাহীমকে উদ্ধার করে হাসাপাতালে নেওয়ার পর মারা যান তিনি।  মাইক্রোবাস ও কাভার্ডভ্যান জব্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।