ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যুবলীগ নেতার পক্ষ থেকে মন্দিরে সিসি ক্যামেরা

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
যুবলীগ নেতার পক্ষ থেকে মন্দিরে সিসি ক্যামেরা

ঢাকা: ক্ষমতাসীন আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের পক্ষ থেকে যশোরের মনিরামপুর উপজেলার বাবা বৈদ্যনাথ ধাম মন্দিরে সিসি ক্যামেরা দিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও ছাত্রলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি জয়দেব নন্দী।

শনিবার (৩০ অক্টোবর) সকালে মন্দিরের সভাপতি সুব্রত কুমার চক্রবর্তীর কাছে তিনি এ সিসি ক্যামেরা, মনিটর ও সরঞ্জাম হস্তান্তর করেন।

বৈদ্যনাথ ধাম মন্দির মনিরামপুর উপজেলার একটি ঐতিহ্যবাহী মন্দির। আশেপাশের প্রায় ১০ থেকে ১৫টি গ্রামের লোকজন এ মন্দিরে নিয়মিত পূজা এবং বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করে। মন্দিরের সার্বিক নিরাপত্তা এবং দর্শনার্থীদের কথা বিবেচনা করে জয়দেব নন্দী এ উদ্যোগ গ্রহণ করেন।

মন্দিরের সভাপতি সুব্রত কুমার চক্রবর্তী বলেন, জয়দেব নন্দী আমাদের এলাকা ও যশোরের গর্ব। মন্দিরের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে তিনি আমাদের যে সহযোগিতা করেছেন তার জন্য আমরা আনন্দিত ও গর্বিত। এলাকাবাসী জয়দেব নন্দীর মঙ্গল কামনা করে ইতোমধ্যে মন্দিরে তার জন্য প্রার্থনা করেছেন। তিনি যেন এভাবেই এলাকার মানুষের পাশে দাঁড়াতে পারেন এ কামনা করি।

বাংলাদেশ সময়: ১৪৪৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এসকে/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।