নীলফামারী: ছিনতাইকারীর চেতনানাশক ওষুধে নীলফামারীর সৈয়দপুরের অটোরিকশাচালক নীলকমল দেব (৫৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শুক্রবার (২৯ অক্টোবর) রাত ১১টায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা যান তিনি।
স্থানীয়রা জানায়, উপজেলার কামারপুকুর ইউনিয়নের কামারপুকুর কালিরডাঙ্গা এলাকার মৃত কাশিনাথ দেবের ছেলে নীলকমল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত ২৬ অক্টোবর সৈয়দপুর প্লাজা এলাকায় ছিনতাইকারীরা চেতনানাশক ওষুধ খাইয়ে সেখানে চালককে ফেলে তার অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। অসুস্থ অটোরিকশাচালককে প্রথমে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ও পরে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। পুলিশ আসামিদের গ্রেফতারে কাজ করছে।
বাংলাদেশ সময়: ১৫০৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এমআরএ