ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মাদক নিয়ন্ত্রণ: বিধিমালার খসড়ায় মতামতের সময় বাড়লো

স্টাফ করেসপন্ডন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
মাদক নিয়ন্ত্রণ: বিধিমালার খসড়ায় মতামতের সময় বাড়লো

ঢাকা: প্রস্তাবিত ‘জব্দ করা বস্তু সংরক্ষণ ও নিষ্পত্তি বিধিমালা-২০২১’র খসড়ার ওপর বেশ কয়েকটি বিভাগ, অধিদপ্তর ও কার্যালয় মতামত না দেওয়ায় পুনরায় ১০ নভেম্বরের মধ্যে মতামত দেওয়ার জন্য চিঠি দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ।  

সম্প্রতি উপসচিব মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এ চিঠি সম্প্রতি জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি), বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক, রাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) মহাপরিচালক এবং দেশের সব বিভাগীয় কমিশনারকে পাঠানো হয়েছে।

 

চিঠিতে বলা হয়, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮’র ধারা ২৫, ২৬, ২৭, ২৮ এবং ৬৮ মোতাবেক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রস্তাবিত 'আটক ও জব্দকৃত বস্তু সংরক্ষণ ও নিষ্পত্তি বিধিমালা-২০২১' খসড়ার ওপর গত ১০ অক্টোবরের মধ্যে মতামত দেওয়ার জন্য অনুরোধ করা হয়। কিন্তু অদ্যাবধি নিম্নোক্ত মন্ত্রণালয়/বিভাগ/অধিদপ্তর/কার্যালয় থেকে কোন মতামত পায়নি। সেগুলো;  জননিরাপত্তা বিভাগ, জাতীয় রাজস্ব বোর্ড, র‍্যাব, পুলিশ হেডকোয়াটার্স, বর্ডার গার্ড বাংলাদেশ, বিভাগীয় কমিশনারের কার্যালয়, ঢাকা/চট্টগ্রাম/খুলনা/রংপুর/রাজশাহী/সিলেট/বরিশাল/ময়মনসিংহ।  

চিঠিতে আরও বলা হয়, এমতাবস্থায়, 'আটক ও জব্দকৃত বস্তু সংরক্ষণ ও নিষ্পত্তি বিধিমালা-২০২১' খসড়ার ওপর ১০ নভেম্বরের মধ্যে মতামত দেওয়ার জন্য পুনরায় নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

বাংলাদেশ সময়: ১৬১৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
জিসিজি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।