দিনাজপুর: দিনাজপুরের খানসামা উপজেলায় সবজি ক্ষেত থেকে অলোকা রায় (৪৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে তার স্বামী অনিল চন্দ্র রায়কে আটক করা হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) সকাল ১০টায় খানসামা উপজেলার গোয়ালডিহি ইউনিয়নের পূর্ব হাসিমপুর গ্রামের খলিফাপাড়ার একটি করলার ক্ষেতে থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত অলোকা ও স্বামী অনিলকে ওই ইউনিয়নের ছাতিয়ানগড় গ্রামের বাসিন্দা।
নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গৃহবধূ অলোকাকে প্রায় শারীরিক নির্যাতন করতেন তার স্বামী অনিল। যে কারণে তাদের ধারণা, স্বামীর নির্যাতনের অলোকার মৃত্যু হয়েছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত (ওসি) কর্মকর্তা শেখ কামাল হোসেন জানান, সকালে গোয়ালডিহি ইউনিয়ন (ইউপি) চেয়ারম্যানের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। স্ত্রী হত্যার অভিযোগে অনিলকে আটক করা হয়েছে। এ ব্যাপারে খানসামা থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এসআরএস