বরিশাল: বরিশাল নগরীর প্রাণকেন্দ্র নথুল্লাবাদ, রূপাতলী বাস টার্মিনাল ও চৌমাথা এলাকায় ফুটওভার ব্রিজের দাবিতে মানববন্ধনে করেছে লাভ ফর ফ্রেন্ডস নামের একটি যুব সংগঠন।
শনিবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় চৌমাথা এলাকায় সংগঠনের সভাপতি পারভেজ সিকদারের সভাপতিত্বে কর্মসূচিটি পালিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, নগরীর নথুল্লাবাদ, রূপাতলী বাস টার্মিনাল ও চৌমাথা এলাকায় ফুটওভার ব্রিজ প্রয়োজন। এসব এলাকায় দ্রুতগামী যান চলাচলের কারণে প্রায় দুর্ঘটনা ঘটে। এ বিষয়ে নগর কর্তৃপক্ষের উদ্যোগ নিতে হবে।
মানববন্ধনে উপস্থিত ছিলেন জাকারিয়া হৃদয়, সাদাব সায়ীদ, মেহেদি হাসান, ফারজানা আক্তার, সুলতানা মিম, মাহমুদুল হক প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এমএস/এনএসআর