ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দিরাই আ. লীগ সেক্রেটারি ২ দিনের রিমান্ডে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
দিরাই আ. লীগ সেক্রেটারি ২ দিনের রিমান্ডে

সুনামগঞ্জ: সুনামগঞ্জে জলমহালকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দা রুহেদ হত্যা মামলায় দিরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রদীপ রায়কে ২ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের তোলা হলে আসামি প্রদীপকে ২ দিনের রিমান্ড দেন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. খালেদ মিয়া।

এর আগে শুক্রবার (২৯ অক্টোবর) মধ্যরাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯ এর একটি বিশেষ অভিযানে সিলেটের মদিনা মার্কেট এলাকা থেকে তাকে আটক করা হয়।

সুনামগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক মো. বদরুল আলম তালুকদার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, দুপুরে বিচারকের কাছে পুলিশ ৫ দিনের রিমান্ড চাইলে বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ১৮ অক্টোবর দিরাই উপজেলার ভাটিপাড়ায় দু’পক্ষের সংঘর্ষে রুহেদ মিয়া (৪৫) নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৪০ জন আহত হয়েছে।

এ ঘটনায় গত ২৩ অক্টোবর সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিরু মিয়া তালুকদার নামে আহত আরেক ব্যক্তি মারা যান।

এ নিয়ে ওই সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ায় ২ জনে। এ ঘটনায় ২২ অক্টোবর নিহত রুহেদ মিয়ার ভাই সোহেদ মিয়া বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

দিরাই আ. লীগ সেক্রেটারি প্রদীপ রায় গ্রেপ্তার

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।