পিরোজপুর: পিরোজপুরের ভান্ডারিয়ায় মাটিকাটা ভেকুর চাপায় সায়াফ মিয়া (৯) নামে মাদরাসা ছাত্রের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ অক্টোবর) দুপুরে ভান্ডারিয়া পৌর শহরের টিএন্ডটি এলাকায় এ ঘটনা ঘটে।
শিশুটি উপজেলার ভান্ডারিয়া হাফিজিয়া ইসলামিয়া কওমিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেনীর ছাত্র। সে টিএন্ডটি সড়কে বসবাসকারী একটি ঔষধ কোম্পানীর মেডিক্যাল রিপ্রেজেন্টিভ নুরে আলম সিদ্দিকী টিটু মিয়ার ছেলে।
জানা যায়, ওই এলাকার খালপাড় সড়কের সংস্কার কাজ করার সময় মাটিকাটা ভেকু চাপা দিলে ছাত্রটি গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার মো. রেজাউল ইসলাম জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটি ওই দিন দুপুরে মাদ্রাসায় শিশু শিক্ষার্থীদের নামাজের ইমামতি (প্রদর্শন) করে বাড়ি ফিরে। পরে মাটি কাটার ভেকু দেখতে সেখানে যায়। এ সময় এ ঘটনাটি ঘটে।
ভান্ডারিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির জানান, চালকের অবহেলার কারণে এ দুর্ঘটনা ঘটতে পারে। ভান্ডারিয়া স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া ভেকুটি আটক করা হয়। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮১৪ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএইচআর