ঢাকা: জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, সরকার শিশুদের উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এমনকি জাতীয় বাজেটে শিশুদের জন্য আলাদা করে বাজেট দেওয়া হয়, কেননা শিশুদের জন্য বিনিয়োগই হলো শ্রেষ্ঠ বিনিয়োগ।
তিনি বলেন, জাতিসংঘ সনদে প্রথম অনুস্বাক্ষরকারী দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। এছাড়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সেই ১৯৭২ সালের সময়ই সংবিধানে শিশুদের কথা উল্লেখ করেছেন আলাদা বিশেষণে। সংবিধানের ২৮ নম্বর ধারায় শিশুদের গুরুত্ব দেওয়া হয়েছে এবং তা অনেক বেশি।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে রাজধানীর শিশু একাডেমিতে অনুষ্ঠিত ‘বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন।
শিরীন শারমিন চৌধুরী বলেন, সব শিশুর পাশাপাশি কন্যা শিশুকে এগিয়ে নিতেও সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। খাদ্য নিরাপত্তার পাশাপাশি পুষ্টিহীনতায়ও যেন শিশুরা না ভোগে সেটাসহ মেধা মনন প্রকাশের সঠিক সুযোগের নিশ্চয়তা দিতে কাজ করছে সরকার। তথ্যপ্রযুক্তি খাতেও শিশুদের ডিজিটাল বাংলাদেশের জন্য প্রস্তুত করে নেওয়া হচ্ছে।
তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শিশুকাল থেকেই বিভিন্ন মানবিক গুণে গুণান্বিত ছিলেন। সেগুলোই তাকে একজন মহান নেতা ও মানুষ হিসেবে গড়ে তুলেছে। তাই তার জীবনী আমাদের শিশুদের আরও বেশি করে পড়া উচিত, জানা উচিত এবং আত্মস্থ করা উচিত। আর শিশুদের মধ্যে মানবিক গুণ বাড়াতে আমাদের বড়দের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কার্যকর।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুননেসা ইন্দিরা বলেন, শিশুদের উন্নয়নে প্রাথমিক ও মাধ্যমিক স্তরের জেন্ডার সমতা স্থাপিত হয়েছে। শিশুকেন্দ্রিক বাজেট তৈরি করা হয়েছে। কর্মজীবী মায়েদের কথা ভেবে একাধিক ডে-কেয়ার সেন্টার স্থাপন করা হয়েছে শিশুদের জন্য। মহিলা ও শিশু মন্ত্রণালয় থেকে শিশুদের জন্য বিভিন্ন আইন প্রণয়ন করা হয়েছে। সমাজভিত্তিক শিশু প্রশিক্ষণ কেন্দ্র বাস্তবায়নে কার্যক্রম অব্যাহত রয়েছে। এগুলোর মধ্য দিয়ে সরকার শিশুদের এগিয়ে নিয়ে যাচ্ছে, শিশুদের উন্নয়নে ভূমিকা রাখছে। সার্বিকভাবে মা ও শিশু মৃত্যুর হার রোধকল্পে বিশেষ অগ্রগতিও অর্জন করেছি আমরা।
আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মহিলা ও শিশু বিষয়ক সচিব মো. সায়েদুল ইসলাম ও বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম।
আলোচনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে শিশু একাডেমির প্রশিক্ষণার্থী শিশুরা।
বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এইচএমএস/আরবি