ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

রামুতে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫১ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
রামুতে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত ফাইল ছবি

কক্সবাজার: কক্সবাজারের রামু উপজেলার রশিদনগর ইউনিয়নের পানিরছড়া উচ্চ বিদ্যালয়ের সামনে ট্রাকচাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। তারা ব্যাটারিচালিত ইজিবাইকের যাত্রী যাত্রী ছিলেন।

শনিবার (৩০ অক্টোবর) দুপুরের দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ওই ইউনিয়নের কাদমরপাড়ার ইউনুস সওদাগর ও ছেলে মো. রুবেল।  

জানা গেছে, ইজিবাইকটিকে চাপা দেয় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই যাত্রী ইউনুসের মৃত্যু হয়। এবং গুরুতর আহতাবস্থায় তার ছেলে রুবেলকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।  

বিষয়টি নিশ্চিত করে রামু থানার উপ-পরিদর্শক (এসআই) মনজুরুল ইসলাম বাংলানিউজকে জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনী আইনাগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এসবি/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।