কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া এলাকা থেকে ৩ কোটি টাকা মূল্যের (১ লাখ পিস) ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে বিজিবি টেকনাফ-২ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তি থেকে জানা যায়, গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার (২৯ অক্টোবর) দিনগত রাতে শাহপরীর দ্বীপের জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে অভিযান চালায় বিজিবি সদস্যরা। শনিবার ভোরের দিকে একটি হস্তচালিত নৌকায় করে শূন্যলাইন অতিক্রম করে বাংলাদেশের দিকে আসতে দেখে। সে সময় বিজিবি নৌকাটিকে চ্যালেঞ্জ করলে একটি ব্যাগ ফেলে পালিয়ে যেতে সক্ষম হয়। পরে ব্যাগটি থেকে প্রায় ৩ কোটি টাকার মূল্যের (১ লাখ পিস) ইয়াবা জব্দ করা হয়।
বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এসবি/এসআরএস