ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

জগদলে ৪ খুনের ঘটনার শিকড় অনেক গভীরে: মাগুরা এসপি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, মাগুরা | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৫ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
জগদলে ৪ খুনের ঘটনার শিকড় অনেক গভীরে: মাগুরা এসপি

মাগুরা: মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, মাগুরার জগদল ইউনিয়নের জগদল গ্রামে ৪ ব্যাক্তি খুনের ঘটনা হঠাৎ করে হয়নি। এর শিকড় অনেক গভীরে।

যারা এর পেছনে কলকাঠি নেড়েছিল, তাদেরকেও আইনের আওতায় আনা হবে।

শনিবার (৩০ অক্টোবর) বিকেলে কমিউনিটি পুলিশ ডে- ২০২১ উপলক্ষে শ্রীপুর থানা চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

শ্রীপুর থানার ওসি সুকদেব রায় -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানা কমিউনিটি পুলিশের আহ্বায়ক হুমায়ুন উর রশিদ মুহিত, সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, শ্রীপুর সরকারি কলেজে অধ্যক্ষ নির্মল কুমার সাহা প্রমুখ।

বাংলাদেশ সময়ঃ ২৩০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।