মাগুরা: মাগুরা পুলিশ সুপার মোহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন, মাগুরার জগদল ইউনিয়নের জগদল গ্রামে ৪ ব্যাক্তি খুনের ঘটনা হঠাৎ করে হয়নি। এর শিকড় অনেক গভীরে।
শনিবার (৩০ অক্টোবর) বিকেলে কমিউনিটি পুলিশ ডে- ২০২১ উপলক্ষে শ্রীপুর থানা চত্বরে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শ্রীপুর থানার ওসি সুকদেব রায় -এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবুল কালাম আজাদ, শ্রীপুর থানা কমিউনিটি পুলিশের আহ্বায়ক হুমায়ুন উর রশিদ মুহিত, সদস্য সচিব আব্দুল হালিম মোল্লা, শ্রীপুর সরকারি কলেজে অধ্যক্ষ নির্মল কুমার সাহা প্রমুখ।
বাংলাদেশ সময়ঃ ২৩০৩ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এনএটি