ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

সেই দুই মাথাওয়ালা নবজাতকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৩৯ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
সেই দুই মাথাওয়ালা নবজাতকের মৃত্যু

কুড়িগ্রাম: গেল ২৩ অক্টোবর কুড়িগ্রাম সদর উপজেলার মোগলবাসা ইউনিয়নে সেকেন্দার ও আফরোজা দম্পতির ঘরে জন্ম নেওয়া সেই দুই মাথাওয়ালা নবজাতকটি মারা গেছে। জন্মের সাত দিনের মাথায় মারা যায় নবজাতকটি।

কুড়িগ্রাম সদরের মোগলবাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।  

শনিবার (৩০ অক্টোবর) রাত ৮ টার দিকে সেকেন্দার-আফরোজা দম্পতির নিজ বাড়িতে শিশুটি শেষ নিঃশ্বাস ত্যাগ করে।  

এর আগে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে গেল ২৩ অক্টোবর সন্ধ্যায় অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেয় দুই মাথাওয়ালা নবজাতক। সেখানে চিকিৎসা শেষে বৃহস্পতিবার ২৮ অক্টোবর বাড়িতে নিয়ে আসা হয়।

পরিবারিক সূত্রে জানা যায়, প্রথমদিকে শিশুটি সুস্থ থাকলেও পরে নানামুখী সমস্যা দেখা দিতে শুরু করে। পরবর্তীতে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পারমর্শ দেয়। পরিবারের অস্বচ্ছলতার কারণে আফরোজা দম্পতি ঢাকায় না নিয়ে নিজ বাড়িতে নিলে দুইদিন পর নবজাতক কন্যাশিশুটির মৃত্যু হয়।  

মোগলবাসা ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য জাহাঙ্গীর আলম বাংলানিউজকে জানান, সেকেন্দার-আফরোজা দম্পতির দুই মাথাওয়ালা নবজাতক কন্যাশিশুটি মারা গেছে। এটাই ছিলো তাদের প্রথম সন্তান। রাত ৯টার দিকে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩৩৮ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
এফইএস/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।