ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
বাংলাদেশ সফরে আসছেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

ঢাকা: ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ বাংলাদেশে আসছেন। বাংলাদেশের আমন্ত্রণে ১৬ ডিসেম্বর বিজয় দিবসের বিশেষ অনুষ্ঠানে যোগ দিবেন তিনি।

শনিবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা ও দিল্লির কূটনৈতিক সূত্র গণমাধ্যমেকে এ তথ্য নিশ্চিত করেছে।

জানা যায়, ভারতের রাষ্ট্রপতি হিসেবে বাংলাদেশে এটি হবে তার প্রথম সফর। ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের ঢাকা সফর ১৫ ডিসেম্বর শুরু হয়ে তিন দিনের জন্য হতে পারে।

ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ এরইমধ্যে বাংলাদেশের রাষ্ট্রপতির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তবে আনুষ্ঠানিকভাবে এখনও ঢাকা সফরের বিষয়টি ঘোষণা করা হয়নি।

দুই দেশের কূটনৈতিক সূত্রে জানা গেছে, ১৯৭১ সালের ৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল প্রতিবেশী দেশ ভারত। দিনটিকে স্মরণীয় করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৬ ডিসেম্বরকে ‘মৈত্রী দিবস’ হিসেবে ঘোষণা করেন।  

ভারত আয়োজিত মৈত্রী দিবসের অনুষ্ঠানে বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ কন্যা শেখ রেহানাকে অতিথি হিসেবে নয়াদিল্লি সফরের আমন্ত্রণ জানানো হয়েছে।

বাংলাদেশ সময়ঃ ২৩৫২ ঘণ্টা, অক্টোবর ৩০, ২০২১
আরকেআর/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।