ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

শপিং করতে এসে প্রাণ গেল লন্ডন প্রবাসীর স্ত্রীর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
শপিং করতে এসে প্রাণ গেল লন্ডন প্রবাসীর স্ত্রীর

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভারে বাসের ধাক্কায় মুমতাহিনা পিয়া (২০) নামে এক নারী মারা গেছে। দুই মাস আগে তার টেলিফোনের বিয়ে হয়েছিল।

স্বামী সাইফুল ইসলাম লন্ডন প্রবাসী।

শনিবার (৩০ অক্টোবর) রাতে যাত্রাবাড়ী থানার উপ পরিদর্শক (এসআই) মহামুদা রহমান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি আরও জানান, নিহত মুন্সিগঞ্জ সদর উপজেলার মধ্য মহাখালী গ্রামের ইকবাল ভূঁইয়ার সন্তান।

প্রিয়া শপিং করতে রাজধানীতে আসে। এক পর্যায়ে তার বন্ধু অনিকের সঙ্গে যোগাযোগ করে। পরে অনিকের বাইকে করে মুন্সিগঞ্জ দেশের বাড়ি ফেরার পথে যাত্রাবাড়ী হানিফ ফ্লাইওভার কুতুবখালী টোলপ্লাজার পাশে চলন্ত বাইকে তার পরনে বোরকার কিছু অংশ চাকায় পেচিয়ে যায়। তখন ফ্লাইওভারের উপরে মোটরসাইকেল পার্কিং করে চাকায় জড়িয়ে যাওয়া বোরকার বের করার সময় একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় পিয়া।

তিনি পিয়ার পরিবারের বরাত দিয়ে আরও জানান, আনুমানিক দুই মাস আগে লন্ডন প্রবাসী সাইফুল ইসলাম নামে এক ব্যক্তির সঙ্গে তার টেলিফোনে বিয়ে হয়েছে। বর্তমানে সে পড়াশোনা করতো।

নিহত নারীর পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  
রোববার (৩১ অক্টোবর) সকালের দিকে সিসি ক্যামেরার ফুটেজ দেখে ঘাতক বাসটিকে শনাক্ত করার চেষ্টা করা হবে বলে জানান ওই নারী পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়ঃ ০১৪২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এজেডএস/এনএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।