ময়মনসিংহ: ময়মনসিংহ মেডিক্যাল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে করোনা পজিটিভ হয়ে কেউ মারা যায়নি।
রবিবার (৩১ অক্টোবর) সকালে হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন এ তথ্য নিশ্চিত করেন।
মৃতরা হলেন- ময়মনসিংহের ফুলপুর উপজেলার শাহিদা বেগম (৪৫), ঈশ্বরগঞ্জের নুর হোসেন (৮০) ও নেত্রকোনার বারহাট্রার জাহেরা খাতুন (১০০)।
তিনি বলেন, আইসিইউতে ১ জনসহ হাসপাতালের করোনা ইউনিটের মোট ৫৮ জন রোগী চিকিৎসাধীন আছেন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় হাসপাতালের করোনা ইউনিটে নতুন ভর্তি হয়েছেন ১২ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ছয়জন।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা. মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় মমেক হাসপাতালের পিসিআর ল্যাব ও এন্টিজেন টেস্টে ৫৪ টি নমুনা পরীক্ষা করে ১ জন করোনা শনাক্ত হয়েছেন।
বাংলাদেশ সময়: ১১৪৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনএইচআর