পটুয়াখালী: পটুয়াখালীর বাউফলে নওমালা ইউনিয়ন পরিষদ নির্বাচন কেন্দ্র করে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত ও একজন গুলিবিদ্ধ হয়েছেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
সজীব নওমালা ইউনিয়নের নিজ বটকাজল গ্রামের নাসির প্যাদার ছেলে।
এর আগে শনিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ১০টায় উপজেলার নওমালা কলেজ সড়ক এলাকায় আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী মো. কামাল হোসেন বিশ্বাসের সমর্থক ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বর্তমান ইউপি চেয়ারম্যান মো. শাহজাদা হাওলাদারের (স্বতন্ত্র) ঘোড়া প্রতীকের সমর্থকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।
আহত সজীব বলেন, সংঘর্ষের একপর্যায়ে পুলিশের উপস্থিতেই নৌকার সমর্থক শাহাবুদ্দিন আকন (৪৬) গুলি ছোড়েন। এতে তিনি গুলিবিদ্ধ হন। তবে তার এ অভিযোগ অস্বীকার করেছেন শাহাবুদ্দিন আকন।
বাংলানিউজকে তিনি জানান, হামলা সম্পর্কে তিনি অবগত নন। ওই সময় তিনি বাসায় ছিলেন।
স্থানীয়রা জানান, নওমালা ইউপির ৬ নম্বর ওয়ার্ডে ঘোড়া প্রতীকের সমর্থকদের আধিপত্য বেশি। সংঘর্ষের রাতে নৌকার সমর্থকরা আধিপত্য বিস্তার করতে ওই এলাকায় ঢুকে পড়েন। রাত সাড়ে ১০টার দিকে সাহা গাজীর বাড়ির সামনে পৌঁছালে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ বাধে।
গুলি ছোড়ার বিষয়টি অস্বীকার করে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, দুই পক্ষের মধ্যে ইট-পাটকেল ছোড়াছুড়ি হয়েছে। বর্তমানে এলাকার পরিবেশ শান্ত। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনএসআর