ঝিনাইদহ: ঝিনাইদহ সদর উপজেলার বংকিরা গ্রামের মাঠে আভিযান চালিয়ে ৬ কেজি রূপাসহ সুমন আলী (২৪) নামে একজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে ওই উপজেলা থেকে তাকে আটক করা হয়।
ঝিনাইদহ গোয়েন্দা পুলিশ (ডিবির) ওসি আনোয়ার হোসেন বাংলানিউজকে জানান, দামুড়হুদা থানার কার্পাসডাঙ্গা থেকে ইজিবাইকযোগে ৬ কেজি রূপা নিয়ে ঝিনাইদহ শহরের দিকে আসছিলেন সুমন। এমন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল অভিযান চালিয়ে বংকিরা গ্রামের মাঠ থেকে তাকে আটক করে। পরে তার দেওয়া তথ্যমতে ওই ইজিবাইক থেকে ৬ কেজি রূপা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে সুমনকে আদালতে পাঠানো হবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনটি