ঢাকা: স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের নথি হারানোর পর সিআইডির ক্রাইম সিনের সদস্যরা সচিবালয়ে তদন্ত করতে এসে জিজ্ঞাসাবাদের জন্য ৬ জনকে নিয়ে গেছে।
রোববার (৩১ অক্টোবর) বেলা ১২টার দিকে সচিবালয়ে মন্ত্রণালয়ের নিচতলায় (২৯ নম্বর কক্ষ) অতিরিক্ত সচিব মো. শাহাদাৎ হোসাইন ও যুগ্মসচিব কাজী আনোয়ার হোসেনের কক্ষে তথ্য-উপাত্ত সংগ্রহ করেন তারা।
যাদের আটক করে নিয়ে যাওয়া হয়েছে, তারা হলেন- জোসেফ, আয়শা, বাদল, বারী, মিন্টু ও ফয়সাল।
এর আগে তদন্তের সময় সবার আঙুলের ছাপ ও প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করেন সিআইডির ক্রাইম সিনের সদস্যরা। অন্তত ১৩ জনের আঙুলের ছাপ নেওয়া হয়।
শনিবার (৩০ অক্টোবর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের ১৭টি ফাইল হারানোর ঘটনায় শাহবাগ থানায় সাধারণ ডায়েরি করা হয়।
>>> নথি গায়েব: সচিবালয়ে সিআইডির তদন্ত শুরু
বাংলাদেশ সময়: ১৩২৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনটি