মানিকগঞ্জ: আমানত শাহ রো রো ফেরিডুবির ঘটনায় পাটুরিয়া ৫ নম্বর পন্টুনের দুটি পকেট বন্ধ থাকায় বাকি তিনটি পন্টুনের সাতটি পকেট দিয়ে সীমিত পরিসরে যানবাহন লোড আনলোড করতে হচ্ছে। এতে করে ঘাট এলাকায় যানবাহনের সারি দীর্ঘ হচ্ছে।
রোববার (৩১ অক্টোবর) দুপুর ২টার দিকে পাটুরিয়া ঘাট এলাকায় কয়েক শতাধিক যানবাহন নৌপথ পারের অপেক্ষায় রয়েছে। বিআইডব্লিউটিএর দুটি ট্রাক ট্রার্মিনালে সাড়ে তিন শতাধিক পণ্য বোঝাই ট্রাক ও যাত্রীবাহী পরিবহন আছে আরো দেড় শতাধিক। এছাড়া ওজন স্কেলের সামনে থেকে নবগ্রাম পর্যন্ত ট্রাকের দীর্ঘ সারি রয়েছে এবং ঢাকা আরিচা মহাসড়কে উথুলী সংযোগ মোড়ে আটকিয়ে রাখা হয়েছে প্রায় দুই শতাধিক ট্রাক, এদিকে ৫ নম্বর পন্টুন বন্ধ থাকায় ছোট ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) ৪ নম্বর পন্টুন দিয়ে সীমিত পরিসরে ওই গাড়িগুলোকে নৌপথ পার করা হচ্ছে।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ কবির বাংলানিউজকে বলেন, পাটুরিয়া ঘাট পয়েন্টে যানবাহনের চাপ থাকায় উথুলী সংযোগ মোড়ে প্রায় দুই শতাধিক পণ্যবোঝাই ট্রাক আটকে রাখা হয়েছে। ঘাট এলাকায় যানবাহনের চাপ কমে এলে পুনরায় ফেরিঘাটের অভিমুখে রওনা হবে বলেও জানান তিনি।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাট পয়েন্টের বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল বাংলানিউজকে বলেন, ঘাট এলাকায় যানবাহনের বেশ চাপ রয়েছে। দুটি ট্রাক ট্রার্মিনালে সাড়ে তিন শতাধিক ট্রাক, কয়েক শতাধিক যাত্রীবাহী পরিবহন ও ছোট গাড়ি পাটুরিয়া দৌলতদিয়া নৌরুট পারের অপেক্ষায় আছে। বর্তমানে এ নৌরুটে ১৬টি ফেরি দিয়ে মানুষ ও যানবাহন পারাপারের কাজে নিয়োজিত আছে।
বাংলাদেশ সময়: ১৪০৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এনটি