ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বকশিবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৮ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
বকশিবাজারে অজ্ঞান পার্টির খপ্পরে ব্যবসায়ী অজ্ঞানপার্টির খপ্পরে পড়া ব্যবসায়ী লালন

ঢাকা: রাজধানীর বকশিবাজারে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে  ১লাখ ২০হাজার টাকা খুঁইয়েছেন লালন (৪৫) নামে এক ব্যবসায়ী। ভুক্তভোগী নিজেই এ তথ্য জানিয়েছেন।

রোববার (৩১ অক্টোবর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ব্যবসায়ী লালনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া আ. মান্নান জানান, ক্যান্টনমেন্ট কচুক্ষেত বাজার মার্কেটে লালনের একটি ব্যাগের দোকান রয়েছে। একই মার্কেটে তারও (আ. মান্নান) দোকান আছে। রোববার (৩১ অক্টোবর) সকালে তিনি যখন চকবাজারে পাইকারী মার্কেটে যাচ্ছিলেন তখন বকশিবাজার মোড়ে লালনকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। তাকে ভিড় করে মানুষজন দাঁড়িয়ে ছিল। পরে তিনি লালনকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে যান।

ঢামেক জরুরি বিভাগে তার পাকস্থলী পরিষ্কার করানো হয়েছে। এরপর কিছুটা জ্ঞান ফিরলে ব্যবসায়ী লালন নিজেই জানান, তার কাছে দোকানের মালামাল কেনার ১লাখ ২০ হাজার টাকা ছিল।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া  জানান, জরুরি বিভাগে তার পাকস্থলী পরিষ্কার করা হয়েছে। পরে পরিচিতরা তাকে নিয়ে মিটফোর্ড হাসপাতালে উদ্দেশ্যে রওনা দিয়েছে।

তিনি আরও জানান, কাছে থাকা ১ লাখ ২০ হাজার টাকা খোয়া গেছে বলে দাবি করেছে ভিকটিম। বিস্তারিত তদন্তের জন্য থানা পুলিশকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এজেডএস/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।