ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মা-বাবার মৃত্যুদিনেই স্ত্রীসহ ছেলের মৃত্যু!

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
মা-বাবার মৃত্যুদিনেই স্ত্রীসহ ছেলের মৃত্যু! প্রতীকী ছবি

রাজশাহী: রাজশাহীর বাঘা উপজেলায় একই দিনে জাহিদা বেগম (৯০) ও মোজাহার মণ্ডল (১০০) নামের এক দম্পতির মৃত্যু হয়েছে।  

৩০ বছর আগে একই দিনে কয়েক ঘণ্টার ব্যবধানে মোজাহার মণ্ডলের বাবা-মায়ের মৃত্যু হয়।

এমন ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে।  

শনিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার আড়ানী ইউনিয়নের সোনাদহ গ্রামে ওই দম্পতি মারা যান।  

রোববার দুপুরে রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

মোজাহার মণ্ডলের ছেলে জালাল উদ্দিন বলেন, সাত বছর ধরে তার মা জাহিদা বেগম ও বাবা মোজাহার মণ্ডল দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন। তারা একই ঘরে থাকতেন। শনিবার দুপুরে মোজাহার বিছানায় শুয়ে ছিলেন। পরিবারের সদস্যরা তাকে ঘুম থেকে জাগাতে গেলে মৃত অবস্থায় দেখতে পান। এ সময় জাহিদাকে ঘরে না পেয়ে অনেক খোঁজাখুঁজির করা হয়। পরে বাড়ির পাশের একটি পুকুরে তার মরদেহ পাওয়া যায়।  

তিনি আরও বলেন, জাহিদা দীর্ঘদিন ধরে মানসিকভাবে ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। তিনি প্রায় সময়ই হামাগুড়ি দিয়ে বাড়ির বাইরে চলে যেতেন। এদিন দুপুরেও তিনি হামাগুড়ি দিয়ে পুকুরে পাশে গেলে সেখানে ডুবে মারা যান বলে পরিবারের সদস্যরা ধারণা করছেন।

স্থানীয় ইউপি সদস্য সলিম উদ্দিন বলেন, প্রায় ৩০ বছর আগে মোজাহার মণ্ডলের বাবা-মা একই দিনে স্বাভাবিকভাবে মারা যান।  

তিনি আরও জানান, শনিবার রাত ৯টায় সোনাহদ গ্রামে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে মোজাহার-জাহিদাকে দাফন করা হয়েছে। তাদের তিন ছেলে ও দুই মেয়ে রয়েছে।

রাজশাহীর বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন বলেন, স্ত্রী পুকুরের পানিতে ডুবে মারা গেছেন এবং স্বামীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এ খবর পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়েছিলেন। প্রাথমিক তদন্ত শেষে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া গেছে।  

ওসি আরও বলেন, পানিতে ডুবে জাহিদা বেগমের মৃত্যু হয়েছে বলে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আর কারও কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭০৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসএস/জেএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।