ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

২৩ কেজির বাঘাইড় ২৪ হাজারে বিক্রি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৩ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
২৩ কেজির বাঘাইড় ২৪ হাজারে বিক্রি

কুড়িগ্রাম: কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর এলাকায় ব্রহ্মপুত্র নদে ধরা পড়া ২৩ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ২৪ হাজার ২০০ টাকায় টাকায় বিক্রি হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) বিকেলে কুড়িগ্রাম পৌর বাজারে মাছটি কেটে এক হাজার ১০০ টাকা কেজি দরে ২৪ হাজার ২০০ টাকায় খুচরা বিক্রি করেন মাছ ব্যবসায়ী সুমন মিয়া।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সকালে উপজেলার যাত্রাপুর এলাকার জেলে মাইদুল ইসলাম মাছ ধরার জন্য ব্রহ্মপুত্র নদে জাল ফেললে তার জালে ২৩ কেজি ওজনের বাঘাইড় মাছটি আটকা পড়ে। পরে যাত্রাপুর বাজার এলাকায় উন্মুক্ত ডাকের মাধ্যমে ৮০০ টাকা কেজি দরে মোট ১৮ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন কুড়িগ্রাম জেলা শহরের মাছ ব্যবসায়ী সুমন মিয়া। পরে সুমন মিয়া মাছটি কেটে এক হাজার ১০০ টাকা কেজি দরে ২৪ হাজার ২০০ টাকায় খুচরা বিক্রি করেন।  

কুড়িগ্রাম শহরের মাছ ব্যবসায়ী সুমন বাংলানিউজকে জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদে জেলেদের জালে প্রায়ই বিভিন্ন ওজনের বাঘাইড় মাছ ধরা পড়ছে। বাজারে এই মাছের চাহিদা থাকায় প্রায়ই বিভিন্ন ঘাট থেকে মাছ কিনে তা কেটে খুচরা বিক্রি করি।

কুড়িগ্রাম জেলা মৎস্য কর্মকর্তা কালিপদ রায় বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বর্তমানে ব্রহ্মপুত্র নদের বিভিন্ন এলাকায় নিয়মিতই বড় বড় সাইজের মাছ ধরা পড়ছে। এতে জেলে-ব্যবসায়ীরা উভয়ই খুশি ও অর্থনৈতিকভাবে লাভবান হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এফইএস/এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।