ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

কারাগারে দাঁতের সমস্যায় ভুগছেন মিন্নি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
কারাগারে দাঁতের সমস্যায় ভুগছেন মিন্নি

ঢাকা: বরগুনায় আলোচিত শাহনেওয়াজ রিফাত শরীফ হত্যা মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি দাঁতের সমস্যায় ভুগছেন। তবে কারা সূত্র বলছে, সমস্যা গুরুতর নয়।

রোববার (৩১ অক্টোবর) সন্ধ্যায় কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের একটি সূত্র জানায়, দণ্ডপ্রাপ্ত মিন্নি দাঁতের সমস্যায় ভুগছেন। কারাগারের ভেতরে চিকিৎসার পাশাপাশি গত দুই মাস আগে তাকে বাইরের সরকারি একটি হাসপাতালে ডাক্তার দেখানো হয়েছিল।

সূত্রটি আরও জানায়, আবারও মিন্নির দাঁতের চিকিৎসার জন্য আবেদন করা হয়েছে। যেহেতু মিন্নি দণ্ডপ্রাপ্ত, আবেদন মঞ্জুর হলে তাকে আবারও বাইরে ডাক্তারের কাছে নেওয়া হবে।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে ঢাকা বিভাগের ডিআইজি প্রিজন মো. তৌহিদুল ইসলামের জানান, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না। কাশিমপুর কারাগারে যোগাযোগ করতে বলেন তিনি।

গত বছরের ৩০ সেপ্টেম্বর বরগুনার দায়রা জজ আছাদুজ্জামান রিফাত শরীফ হত্যা মামলায় ২৪ জন আসামির মধ্যে প্রাপ্তবয়স্ক ১০ আসামির মধ্যে মিন্নিসহ ছয়জনকে ফাঁসির আদেশ দেন। এরপর বরগুনা জেলা কারাগার থেকে মিন্নিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। সেখানেই রয়েছেন মিন্নি। ওই বছরই ২৭ অক্টোবর অপ্রাপ্ত বয়স্ক ১১ আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেন শিশু আদালতের বিচারক মো. হাফিজুর রহমান।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, অক্টোবর ৩১,২০২১
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।