বগুড়া: বগুড়ার শাহাজাহানপুর উপজেলার বীরগ্রাম বাজারে বাসচাপায় আনোয়ারা (৫০) নামে এক নারীর নিহত মৃত্যু হয়েছে।
রোববার (৩১ অক্টোবর) সকালের দিকে নাটোর-বগুড়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আনোয়ারা ওই উপজেলার আশেকপুর ইউনিয়নের বাসিন্দা।
জানা যায়, অমি পরিবহনের যাত্রীবাহী একটি বাস সকালে পাবনা থেকে বগুড়ার দিকে আসছিল। পথে বীরগ্রাম বাজার এলাকায় আনোয়ারা রাস্তা পার হওয়ার সময় বাসটি তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়। এ ঘটনায় ঘাতক বাসটি জব্দ করেছে নন্দীগ্রাম কুন্দারহাট হাইওয়ে পুলিশ। তবে পালিয়ে গেছেন চালক ও তার সহযোগী (হেলপার)।
শাহাজাহানপুর থানা উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মাদ আলী বাংলানিউজকে জানান, পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে নিহতের মরদেহ। এ ব্যাপারে পরবর্তী সময়ে ব্যবস্থা নেবে হাইওয়ে পুলিশ।
বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
কেইউএ/এসআরএস