কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় নিজ চায়ের দোকান থেকে হযরত আলী নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে নাগেশ্বরী পৌরসভা এলাকার পয়রাডাঙ্গা দাদামোড়ের চায়ের দোকান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
হযরত আলী ভ্রাম্যমাণ ভাঙারি ব্যবসায়ী ছিলেন। চায়ের দোকানটি তার স্ত্রী ফিরোজা চালাতেন বলে জানা গেছে।
নাগেশ্বরী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সুমন রেজা বাংলানিউজকে জানান, নিহত ব্যক্তির স্বজনদের অভিযোগ তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৯০০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এফইএস/এসআরএস