ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

প্রতিপক্ষের রডের আঘাতে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
প্রতিপক্ষের রডের আঘাতে নারীর মৃত্যু ...

ঢাকা: রাজধানীর উত্তর বাড্ডা বেড়াইদ এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের রডের আঘাতে রুবিনা আক্তার (৪০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত হয়েছেন তার ছেলে তানভির হাসান মুন্না (২৪) ও তানভিরের চাচাতো ভাই হাশিদুল ইসলাম (২৮)।

রোববার (৩১ অক্টোবর) দুপুরে বড় বেরাইদ রহমতউল্লাহ স্টেডিয়ামের পেছনের বাড়িতে এ ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বিকেল পৌঁনে ৪টায় রুবিনাকে মৃত ঘোষণা করেন।

রুবিনার ছেলে তানভীর বলেন, আমাদের বাড়ির জমি নিয়ে এলাকার প্রভাবশালী ও মাদক ব্যবসায়ী শহিবুল সঙ্গে দ্বন্দ্ব ও কোর্টে মামলা চলছে। দুপুরে শহিবুর তার তিন ছেলেসহ ১৫-১৬ জনকে সঙ্গে নিয়ে আমাদের বাড়িতে হামলা চালায়। আমাদের মারধর করতে শুরু করলে মা তাদেরকে বাধা দিতে যায়। তখন মায়ের মাথায় রড দিয়ে আঘাত করে শহিবুল। পরে তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হলে সেখান থেকে নিয়ে যাওয়া হয় ঢাকা মেডিক্যাল হাসপাতালে। পরে সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নারীর ভাই মাহফুজুর রহমান জানান, যারা আমার বোনকে হত্যা করেছে তারা গত কাউন্সিলর নির্বাচনে  হেরে যাওয়া হাজী জাহাঙ্গীর আলমের। আমরা সমর্থন করেছিলাম বর্তমান কাউন্সিলর আইয়ুব আনসার মিন্টুকে। জমিজমা বিরোধের পাশাপাশি আগের ক্ষোভ থেকে এই হামলা করা হয়েছে।

এদিকে হাসপাতালে স্থানীয় কাউন্সিলর আইউব আনসার মিন্টু জানান, যারা তাকে হত্যা করেছে তারা সন্ত্রাসী ও জাহাঙ্গীরের লোক।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। তানভিরের হাতে ও হাশিদুলের মাথায় আঘাত রয়েছে। তাদের দু'জনকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। ঘটনাটি বাড্ডা থানা পুলিশকে জানানো হয়েছে।

এদিকে বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, জমিজমা নিয়ে আত্মীয়স্বজনদের মধ্যে বিরোধ ছিল। এই বিরোধের জের ধরে ওই নারীকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এজেডএস/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।