মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলায় মুন্সিবাজারের খলাগাঁও কবরস্থান এলাকায় ট্রাকচাপায় আয়ন মিয়া (২৮) নামে মোটরসাইকেল আরোহী এক প্রবাসী নিহত হয়েছেন।
রোববার (৩১ অক্টোবর) সকালের দিকে মৌলভীবাজার-ফেঞ্চুগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আয়ন ওই উপজেলার ব্রাহ্মনগাঁও এলাকায় আরব আলীর ছেলে। তিনি চলতি মাসে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন বলে জানা গেছে।
পুলিশ সূত্র জানায়, রোববার সকালে মোটরসাইকেল নিয়ে বাড়ি থেকে বের হন আয়ন মিয়া। পথে খলাগাঁও কবরস্থান এলাকায় এলে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট ২২-৯১০৬) তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। স্থানীয়দের দেওয়া খবর পেয়ে রাজনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহটি রাজনগর থানায় হস্তান্তর করেন তারা।
বিষয়টি নিশ্চিত করে রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তসহ প্রয়োজনী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
বিবিবি/এসআরএস