কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সুয়ারেজ লাইন পরিষ্কার করার সময় টয়লেটের ট্যাংকে পড়ে দুই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও একজন রোহিঙ্গা শ্রমিক।
রোববার (৩১ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত দুজন হলেন- ৮ নম্বর ক্যাম্প ইস্ট এর নজির হোসেনের ছেলে সাদ্দাম হোসেন (২৫) এবং ১০ নম্বর ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা নুরুল আমিন (২৭)।
উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার মোহাম্মদ শিহাব কায়সার খান বাংলানিউজকে জানান, দুপুরে উখিয়া উপজেলার বালুখালী ৮ নম্বর ইস্ট ক্যাম্পের বি ব্লকে এনজিও সংস্থা ওয়ার্ল্ড ভিশন ও এনজিও ফোরামের কর্মচারীরা সুয়ারেজ লাইন পরিষ্কার এবং নতুন টয়লেট নির্মাণের কাজ করছিলেন। এ সময় তিন রোহিঙ্গা শ্রমিক টয়লেটের ট্যাংকে পড়ে যান। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর সেখান থেকে দুজনের মরদেহ এবং অপর রোহিঙ্গা শ্রমিক কবির আহমদকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়েছে।
অক্সিজেনের অভাবে দুই রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে বলেও জানান শিহাব কায়সার খান।
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসবি/আরআইএস