ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভ্যাট ফাঁকির সাড়ে ৩ কোটি টাকা দিয়েছে ইনকনট্রেড

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৬ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
ভ্যাট ফাঁকির সাড়ে ৩ কোটি টাকা দিয়েছে ইনকনট্রেড

ঢাকা: ভ্যাট গোয়েন্দা অধিদপ্তর বন্দর সেবাদানকারী প্রতিষ্ঠান ইনকনট্রেড লিমিটেডের ব্যবসায়িক কার্যক্রম তদন্ত করে প্রায় সাড়ে ৩ কোটি টাকার ভ্যাট ফাঁকি উদঘাটন করেছে। এ ঘটনায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ভ্যাট আইনে মামলা দায়ের করা হয়েছে।

রোববার (৩১ অক্টোবর) ভ্যাট গোয়েন্দা সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ভ্যাট গোয়েন্দার উপ-পরিচালক তানভীর আহমেদের নেতৃত্বে একটি দল জুলাই'২০১৪ থেকে জুন'২০১৭ পর্যন্ত প্রতিষ্ঠানের কার্যক্রমের ওপর এই তদন্ত পরিচালনা করে।

তদন্ত মেয়াদে প্রতিষ্ঠানটির বার্ষিক অডিট রিপোর্টে (সিএ) প্রদর্শিত বিক্রয়মূল্যের তুলনায় দাখিলপত্রে বিক্রয়মূল্য কম দেখানোয় অপরিশোধিত ভ্যাট বাবদ ১ কোটি ৬১ লাখ ১৪ হাজার ৬১৩ টাকা ভ্যাট ফাঁকি উদঘাটন করা হয়।

এই ফাঁকির ওপরও ভ্যাট আইন অনুসারে মাস ভিত্তিক ২% হারে ১ কোটি ২৫ লাখ ৮৩ হাজার ৭১০ টাকা সুদ টাকা প্রযোজ্য।

প্রতিষ্ঠানটি অপরিশোধিত ভ্যাটের পরিমাণ ১ কোটি ৯৯ লাখ ৯১ হাজার ৯৯ টাকা এবং সুদ বাবদ ১ কোটি ৪৭ লাখ ৬৪ হাজার ৩৮ টাকাসহ সর্বমোট ৩ কোটি ৪৭ হাজার ৫৫ হাজার ১৩৭ টাকা সরকারি রাজস্ব পরিহারের তথ্য উদঘাটিত হয়। তবে ইনকনট্রেড কর্তৃপক্ষ স্বপ্রণোদিত হয়ে স্বেচ্ছায় ইতোমধ্যে তদন্তে উদঘাটিত সমুদয় ৩ কোটি ৪৭ হাজার ৫৫ হাজার ১৩৭ টাকা সরকারি কোষাগারে জমা দিয়েছে বলে ভ্যাট গোয়েন্দা অধিদপ্তরকে জানিয়েছে।
    
তদন্তে উদঘাটিত রাজস্ব পরিহারের অভিযোগে দায়েরকৃত মামলাটি আইনানুগ নিষ্পত্তির লক্ষ্যে সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারেট চট্টগ্রামে পাঠানো হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানের কার্যক্রম আরও মনিটরিংয়ের জন্যও সংশ্লিষ্ট ভ্যাট কমিশনারকে অনুরোধ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১৫৫ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০২১
এসএমএকে/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।